গতকাল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে বৈঠক করেন -পিআইডি চট্টগ্রামে ‘জুলাই হত্যাকাণ্ডের’ মামলায় দাখিল করা প্রথম অভিযোগপত্রটি গ্রহণ করেছেন আদালত। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা তদন্ত কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে পরবর্তী কার্যক্রম শুরুর নির্দেশ দেন। আওয়ামী লীগ সরকারের পতনের দুই দিন আগে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণে দোকান কর্মচারী শহিদুল ইসলাম শহীদ নিহতের মামলায় ২৩১ জনের বিরুদ্ধে এই অভিযোগপত্রটি আদালতে দাখিল করেছিল পুলিশ। চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৩০ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা নগরীর চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্রটি জমা দিয়েছিলেন। চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলায় এটি ছিল আদালতে দাখিল করা প্রথম...