পাকিস্তানের হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত রোববার ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন মাঠে তাদের অঙ্গভঙ্গি নিয়ে নালিশ জানানো হয়েছে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআই গতকাল বুধবার ই-মেইলের মাধ্যমে অভিযোগটি জমা দেয় এবং আইসিসি তা গ্রহণ করে। যদি ফারহান ও রউফ লিখিতভাবে অভিযোগ অস্বীকার করেন, তাহলে আইসিসিতে শুনানি হতে পারে। সেক্ষেত্রে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজির থাকতে হবে দুই পাকিস্তানি ক্রিকেটারকে। যদিও দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ওই লড়াইয়ে ম্যাচ রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট। সেদিন ব্যাটিংয়ে নেমে ফিফটি করার পর ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি করার ভঙ্গি করেন ফারহান। আর ফিল্ডিংয়ের সময় সীমানার কাছাকাছি থাকা রউফ গ্যালারির কিছু দর্শককে উদ্দেশ্য করে হাত দিয়ে বিমান উড়তে উড়তে ভূপাতিত হওয়ার ভঙ্গি করেন। ধারণা করা হচ্ছে,...