বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি:যশোরের শার্শায় উপজেলার ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ১নং ওয়ার্ড নিকিরি পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্ডের সভাপতি সোহেল আমিনের সভাপতিত্বে ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক’ সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সামনে ১২ তম জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এজন্য সবাইকে ভেদাভেদ ভুলে যেয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস ও তাজউদ্দীন আহম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি শাহাজান কবির, সহ-সভাপতি মোনায়েম হোসেন ও সাবেক সভাপতি...