২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পিএম স্মার্টফোন নির্মাতা ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নতুন মডেল জিটি ৩০ উন্মোচন করেছে। নতুন এই ফোনটি মূলত পারফরম্যান্স-ভিত্তিক ব্যবহারকারী এবং মোবাইল গেমারদের জন্য তৈরি করা হয়েছে। জিটি ৩০ ফোনটি ফ্ল্যাগশিপ লেভেলের সুবিধা দেয়, সঙ্গে থাকছে সবাই কিনতে পারার মতো সুবিধাজনক দাম। ফোনটিতে শক্তিশালী প্রসেসর, ভালো ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা দেওয়া হয়েছে, যা দৈনন্দিন কাজ ও গেমিং উভয়েই সহজ করে তোলে। বাংলাদেশে যখন ইস্পোর্টস ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে, ঠিক তখনই এই স্মার্টফোনটি বাজারে আসছে। তরুণ গেমারদের একইসঙ্গে চাই উচ্চ ক্ষমতার ডিভাইস, কিন্তু ফ্ল্যাগশিপ-মূল্যের বাজেট ফ্রেন্ডলি ফোন। প্রিমিয়াম মডেল জিটি ৩০ প্রোর উন্নত প্রযুক্তির উপর তৈরি জিটি ৩০, টুর্নামেন্ট-সাপোর্টেড গেমিং অভিজ্ঞতা দেয়, সঙ্গে থাকছে সবাই ব্যবহার করতে পারার সুবিধা। ইনফিনিক্সের নতুন...