জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। লঙ্কানদের হারালেও ভারতের সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত হেরেছে টাইগাররা। তাই পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি অলিখিত সেমি ফাইনালে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফম করেছেন বাংলাদেশি বোলাররা। তাসকিন-মুস্তাফিজদের তোপের মুখে দেড়শর আগেই থেমেছে পাকিস্তান। দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছেন মোহাম্মদ হারিস। বাংলাদেশের হয়ে ২৮ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার তাসকিন আহমেদ। বাংলাদেশের হয়ে বল হাতে আজ ইনিংস ওপেন করেন এক ম্যাচ পর একাদশে ফেরা তাসকিন আহমেদ। ব্রেকথ্রু এনে দিতে এই পেসার সময় নেন মাত্র চার বল। চতুর্থ বলটি অফ স্টাম্পের খানিকটা বাইরে ভালো লেংথে করেছিলেন তাসকিন, সেখানে স্কয়ার...