ফরিদা পারভীনের মৃত্যুর পর তার স্বামী বংশীবাদক গাজী আবদুল হাকিম ভেবেছিলেন, তিনি আর বাঁশি বাজাবেন না। পরে স্বজনদের অনুরোধে তিনি আবার বাঁশি বাজানো শুরু করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানে বাঁশি বাজিয়েই ফরিদার স্মৃতির প্রতি সম্মান জানালেন আবদুল হাকিম। তিনি বললেন, "ফরিদার গানের স্কুল 'অচিন পাখী' যেন বন্ধ না হয়ে যায়। অসুরের কাছে সুর যেন হেরে না যায়।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 'শ্রদ্ধায় স্মরণে ফরিদা পারভীন' শিরোনামে এ অনুষ্ঠান আয়োজন করে সাংস্কৃতিক ইউনিয়ন। অনুষ্ঠানে গাজী আবদুল হাকিম বলেন, "আমি ভেবেছিলাম, আমি আর বাঁশি বাজাব না। হয়ত একা একা বাঁশি বাজাব। কিন্তু অন্য কারো সাথে আর বাঁশি বাজাব না। পরে আমার স্বজনদের অনেকে আমাকে বলেছেন, যে সুরের জন্য এত সংগ্রাম করতে হয়েছে, সেই সুরকে কেন থামাব?" ফরিদা পারভীনকে স্মরণ করে...