২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পিএম ম্যাচের প্রথম দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে দুর্দান্ত শুরু এনে দিলেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান। দারুণ বোলিংয়ে উইকেট শিকারের ধারা ধরে রাখলেন রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমানও। এশিয়া কাপের অলিখিত সেমি-ফাইনালে পাকিস্তানকে অল্পতেই আটকে দিল বাংলাদেশ। সুপার ফোর পর্বে নিজেদের শেষ ম্যাচে ১৩৬ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। জিতলেই ফাইনালে উঠে যাবে টাইগাররা। লোয়ার অর্ডারদের ছোট ছোট অবদানে একশ পার করতে পারে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাকিস্তানের এটিই সর্বনিম্ন সংগ্রহ। ২৮ রানে ৩ উইকেট নেন তাসকিন। দুটি করে শিকার ধরেন মেহেদি ও রিশাদ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিনও টসভাগ্যে হাসে বাংলাদেশ। বল বেছে নেন লিটন দাসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া জাকের আলি। তার সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে সময়...