২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পিএম ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী সাত্তার হাশেমি বলেছেন, তেহরান এবং বেইজিং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে একটি কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে। তেহরানে চীনা দূতাবাসে চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে ইরানের পার্লামেন্টের বেশ কয়েকজন এবং ভেনিজুয়েলা, পোল্যান্ড, রাশিয়া, ল্যাটিন আমেরিকা, কাতার, সৌদি আরব, নিকারাগুয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান, ভিয়েতনাম, ওমান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যোগ দেন। এছাড়াও চীনে থাকা ইরানি অর্থনৈতিক কর্মীরা, চীনে সাবেক ইরানি রাষ্ট্রদূতরা এবং ইরানে বসবাসকারী বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাশেমি তেহরান এবং বেইজিংয়ের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের গভীরতার কথা তুলে ধরেন এবং তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার উন্নয়নের...