২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পিএম কথা ছিল দু জন এক সঙ্গে বিষপান করে পরকীয়া প্রেমের ইতি ঘটাবেন। কিন্তু প্রেমিকা বিষপান করে যখন হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলেন, তখন প্রেমিক বিষ পান না করে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর শহরের গাড়াবাড়িয়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওমান প্রবাসী আব্দুল গফুরের স্ত্রী ববিতা খাতুনের সঙ্গে পরকীয় সম্পর্ক গড়ে তোলে গাড়াবাড়িয়া গ্রামের কবীর খাঁর ছেলে শিমুল। স্বামী বিদেশ থেকে টাকা পাঠালে সব টাকা হাতিয়ে নিত শিমুল। প্রতিবেশীরা জানান, সাত বছর বিদেশ থাকার পর গত ৯ সেপ্টেম্বর আব্দুল গফুর ওমান থেকে বাড়ি ফিরে আসলে শিমুল ববিতা খাতুনকে বিষের বোতল কিনে দিয়ে একসঙ্গে আত্মহত্যার প্ররোচনা যোগায়। তবে শিমুলের দেওয়া বিষ ববিতা খাতুন পান করলেও...