২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পিএম বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো সুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজারে অস্থায়ী হাইওয়ে পুলিশ ক্যাম্প। দীর্ঘদিন ধরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মালিক, শ্রমিক ও স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে বাস্তবে রূপ পেলো একটি ক্যাম্প। বৃহস্পতিবার (২৫ জুলাই) ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়কলস থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী এবং সঞ্চালনা করেন শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট শিশির চন্দ্র দাস। সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের নতুন ক্যাম্পের উদ্বোধন হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। এ উপলক্ষে পুরো এলাকায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিনের প্রত্যাশিত এই ক্যাম্প চালুর মধ্য দিয়ে সড়ক নিরাপত্তা ও জনস্বার্থে নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন স্থানীয়রা। প্রধান অতিথি...