রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের বিশেষ অভিযানে মাদক বিক্রির টাকাসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এ অভিযানে মাদক বিক্রির কয়েকটি হটস্পট গুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে এই অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. জুয়েল রানা। তিনি জানান, জেনেভা ক্যাম্পে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানের ধারাবাহিকতায় আর জেনেভা ক্যাম্পে আমরা অভিযান পরিচালনা করে মাদক মাদক বিক্রির কয়েক লাখ টাকা এবং তাদের বিক্রির বিভিন্ন স্পট ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এছাড়া বুনিয়া সোহেলের একটি চারতলা বাড়ি...