বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে লাগাতার অপেশাদারত্বের অভিযোগ ওঠে। মেগাবাজেট ‘স্পিরিট’-এর পর ২০২৪-এর ব্লকবাস্টার দক্ষিণী সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকেও বাদ পড়েছেন অভিনেত্রী। তবে চমকপ্রদ বিষয় হচ্ছে— এই দুটি মেগাবাজেট সিনেমার ‘হিরো’ই প্রভাস। যে কিনা দীপিকার বাদ পড়ার নেপথ্য কারিগর। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ হোক কিংবা নাগ অশ্বীনের ‘কল্কি ২’— দুই দক্ষিণী সিনেমার বক্স অফিস চাঙ্গা করতে প্রভাসের ওপরই ভরসা রেখেছেন পরিচালকরা। তবে গোল বেঁধেছে অভিনেত্রীকে নিয়ে। এবার কানাঘুষা— দীপিকা পাড়ুকোনকে সরানোর নেপথ্যে নাকি প্রভাসই দায়ী? একটি সূত্র জানায়, কল্কি সিক্যুয়েলের জন্য ২০ দিনের শুটিং করেও ফেলেছিলেন দীপিকা পাড়ুকোন। তবে পরে চিত্রনাট্য বদলে অভিনেত্রীর চরিত্রের দৈর্ঘ্য ক্যামিওপর্যায়ে নামিয়ে আনা হয়। এদিকে আরেক সূত্র জানায়, অভিনেত্রীর ৮ ঘণ্টার শিফট নিয়ে সমস্যা। আবার আকাশচুম্বী পারিশ্রমিক হাঁকানোর জন্য বলিউডের ‘পদ্মাবতী’কে দুই বড়...