বিকাশেরএক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মশালায় জেলা পুলিশের ১২০ জন তদন্ত কর্মকর্তা অংশগ্রহণ করেন। অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কীভাবে কাজে লাগিয়ে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয় এ কর্মশালায়। দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিকাশ-এর নিয়মিত এই আয়োজনে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪ হাজার ৫০০ তদন্ত কর্মকর্তা অংশগ্রহণ করেছেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। চট্টগ্রামে কর্মশালাটি উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জ এর উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত) মো. আহসান হাবিব পলাশ। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিকাশ-এর উপদেষ্টা ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অব.) মো. নাজিবুর রহমান, এনডিসি এবং ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিম (অব.) সহ জেলা পুলিশ চট্টগ্রাম ও বিকাশ এর...