প্রকাশ্যে এসেছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের নতুন গান ‘মহা জাদু’। তাজিকিস্তানের গায়িকা মেহেরনিগর রুস্তমকে নিয়ে গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ। বৃহস্পতিবার রাতে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে গানটি। কোক স্টুডিও এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘মহা জাদু’ গানের কথা লিখেছিলেন আধ্যাত্মিক কবি খোয়াজ মিয়া, যিনি ছিলেন দুরবীন শাহের শিষ্য। “ভক্তি আর আত্মসমর্পণ থেকে জন্ম নেওয়া সেই কবিতা হাবিব ওয়াহিদের সুরে আর তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তমের কণ্ঠে নতুনভাবে ফিরছে। আধুনিক ছন্দ, প্রাণবন্ত সুর আর হৃদয়স্পর্শী কণ্ঠ মিলিয়ে কবিতাটি নতুন রূপ পেয়েছে।” গানটি কোক স্টুডিও বাংলা 'সিজন ৩' এর ষষ্ঠ ট্র্যাক এবং কোক স্টুডিওতে হাবিবের প্রথম পরিবেশনা। কোক স্টুডিও বলছে, “হাবিব তার দীর্ঘ সংগীত যাত্রায় যেভাবে বাউল...