আহমদ রফিক, বলা যায়- আমাদের বর্ষীয়ান ও জীবিত সর্বশেষ ভাষা সংগ্রামী, যিনি তার লেখালেখি, বক্তৃতা ও মননে ভাষা সংগ্রামকে উজ্জীবিত রেখেছেন। তার সঙ্গে আলাপ ও তার লেখার মাধ্যমে জেনেছি, বায়ান্নর ভাষা আন্দোলনের অনেক অজানা ইতিহাস। আন্দোলনে তার জড়িয়ে পড়া ও চূড়ান্ত সংগ্রামের মাধ্যমে বাঙালির মাতৃভাষা বাংলাকে এ দেশের রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি। প্রায় শতবছরে পৌঁছানো এক যোদ্ধা, লেখক, বুদ্ধিজীবী, যার কোনো স্থায়ী রোজগার নেই- কোনো সরকার তার খোঁজখবর নেয়নি ব্যক্তিগত জীবনে তিনি সমাজতান্ত্রিক রাজনীতি বা আদর্শবাদী রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন প্রথম জীবনেই। সেখান থেকে এই ৯৬ বছর বয়সেও তিনি আর বেরুতে পারেননি। তিনি একজন চিকিৎসক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র গবেষক। তার রাজনৈতিক ও আদর্শবাদী কমিটমেন্ট এখনও পর্যন্ত অটল রেখেছেন। আজ পর্যন্ত কোথাও আপোস করেননি। কোনো শাসকের তল্পি বাহকের ভূমিকায় পথ হাঁটেননি।...