চট্টগ্রামে নিখোঁজের একদিন পর পুকুরে ভাসমান অবস্থায় মোহাম্মদ শুভ (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড নিমতলা ছাবের হাজীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। শুভ নিমতলা সেগুনবাগান এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে। বুধবার দুপুর থেকে ওই কিশোরকে পাওয়া যাচ্ছিল না। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয়রা পুকুরে কিশোরের ভাসমান লাশ দেখে থানা পুলিশকে খবর দেন। পরে কর্ণফুলী থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। কিশোরের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কর্ণফুলী থানার এসআই মো. কামরুজ্জামান জানান, পুকুর থেকে ভাসমান অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে ডুবে তার...