মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনূর্ধ-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের বৃহস্পতিবার, (২৫ সেপ্টেম্বর ২০২৫) ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে রংপুর ৩-২ গোলে ঠাকুরগাঁও জেলা নারী ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলাটির নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকে। এ সময়ে ঠাকুরগাঁও জেলার পক্ষে খেলার ৩০ মিনিটে রুনা আকতার ও রংপুর জেলার পক্ষে অন্যন্যা ৪১ মিনিটের মাথায় গোল করে। খেলা শেষে রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. যোবায়ের হোসেন। এ সময় বাফুফে উইমেন্স কমিটির সদস্য মানস বোস বাবুরাম, মো. নজরুল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তৌফিকুর রহমান রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ আলম বাবুসহ বিভিন্ন জেলা থেকে আগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফাইনাল...