শতাধিক সদস্যের প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে গভীর হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, জনগণের করের টাকায় এত বড় প্রতিনিধি দল পাঠিয়ে অন্তর্বর্তী সরকার কী বার্তা দিচ্ছে, তা জানা জনগণের অধিকার।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই হতাশা প্রকাশ করেন।বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘পতিত কর্তৃত্ববাদী শাসনামলে জাতিসংঘ অধিবেশনসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অতিরিক্ত প্রতিনিধিদল পাঠানো এক প্রকার স্বাভাবিকতায় পরিণত হয়েছিল। কখনও কখনও সেই সংখ্যা দুই শতাধিক পর্যন্ত পৌঁছেছিল। অথচ ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার থেকে জনগণ আশা করেছিল- এ ধরনের চর্চা বন্ধ হবে।’তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার অহেতুক বিদেশ সফর ও সরকারি অর্থ অপচয় রোধে পরিপত্র...