তিনি আরও বলেন, ‘অনেকে মনে করছেন, নির্বাচনে অংশ নিলে হেনস্তার শিকার হতে পারেন। অনলাইন থেকে শুরু করে অফলাইন— এই ভয়ে আমার পরিচিত অনেকেই প্রার্থী হওয়ার সাহস পাননি।’কলার আধিক্য, বিজ্ঞানের কমকলা অনুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল শাহীন বলেন, কলা অনুষদে বিভাগ সংখ্যা বেশি। আর এই অনুষদের বিভাগগুলো শিল্প, সাহিত্য, ইতিহাস সংশ্লিষ্ট। এজন্য এই অনুষদের শিক্ষার্থীরা নেতৃত্বের প্রতি ঝুঁকছেন বেশি।তবে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, ‘বিজ্ঞানের শিক্ষার্থীরা মূলত মেথডলজিক্যাল চিন্তাভাবনার। প্রতিদিনই তাদের সকাল থেকে বিকেল ৫-৬টা পর্যন্ত ক্লাস করতে হয়, এর বাইরে থাকে ব্যবহারিক (ল্যাব) ক্লাস। ফলে পড়াশোনার চাপে এদিকে আগ্রহটা কম।’কেন্দ্রীয় সংসদ, হল ও হোস্টেল সংসদে প্রার্থিতা চূড়ান্তকেন্দ্রীয় সংসদ, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৯০৭ জন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে...