প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তিনি ইউএনডিপির সাত সদস্যের প্রতিনিধিদল সঙ্গে নিয়ে আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইডসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং আদালতের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন। তিনি জানান, বিভাগীয় শহরগুলোয় ইউএনডিপি আয়োজিত সেমিনারে প্রধান বিচারপতি অংশ নিচ্ছেন। এর অংশ হিসেবে বরিশালে সর্বশেষ সেমিনার অনুষ্ঠিত হয় এবং একই সঙ্গে আদালত পরিদর্শনও করা হয়। এটি প্রধান বিচারপতির বরিশালে দ্বিতীয় পরিদর্শন।এ সময় ইউএনডিপির প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, দেশের গরিব ও অসহায় মানুষ যেন সহজে ন্যায়বিচার পায়, সে বিষয়ে উদ্যোগ অব্যাহত থাকবে।চাকসুতে অর্ধেক প্রার্থীই কলা অনুষদেরআদালত পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১টায় প্রধান বিচারপতি নগরীর হোটেল গ্র্যান্ডপার্কে আয়োজিত ‘জুডিসিয়াল...