জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৭ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মোট ৮টি অভিযোগ আনা হয়েছে। ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ‘প্রাথমিক প্রমাণ’ মিলেছে বলে দাবি প্রসিকিউশনের। এই মামলার একমাত্র আসামি আওয়ামী লীগের জোটসঙ্গী এই বামপন্থি নেতা। বৃহস্পতিবার, (২৫ সেপ্টেম্বর ২০২৫) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ ৩৯ পৃষ্ঠার। এতে ২০ জনকে সাক্ষী রাখা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার। এই মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। শুনানির...