ভারত ও শ্রীলঙ্কার মাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)। ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে লীগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ, ১০ অক্টোবর নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ১৬ অক্টোবর অস্ট্র্রেলিয়া, ২০ অক্টোবর শ্রীলঙ্কা এবং ২৬ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। আজ থেকে শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। প্রথম দিনই মাঠে নামছে টুর্নামেন্টে অংশ নেয়ার আট দলের মধ্যে সাতটি। কলম্বোতে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে। দিনের অন্যান্য ম্যাচে মুখোমুখি হবে ভারত ‘এ’ দল বনাম নিউজিল্যান্ড, ভারত-ইংল্যান্ড ও শ্রীলঙ্কা- পাকিস্তান। আগামীকাল কলম্বোতে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার...