এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভার ২ বলে ১১ রান। মিঠে আছেন সাইফ ও হৃদয়। ম্যাচের শুরুতেই ভয়ঙ্কর রূপ দেখান তাসকিন আহমেদ ও শেখ মেহেদি। প্রথম দুই ওভারেই তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। সেই চাপ কাটিয়ে উঠতে না পেরে অর্ধশতক পূর্ণ হওয়ার আগেই হারায় আরও তিন ব্যাটার। শেষদিকে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন হারিস, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ। হারিস করেন ২৩ বলে ৩১ রান, শাহিন ১৩ বলে ১৯ এবং নওয়াজ দ্রুতগতির ১৫ বলে ২৫ রান করেন। তবে তাতেও ৮ উইকেটে ১৩৫ রানের বেশি যেতে পারেনি পাকিস্তান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন ৩ উইকেট। দুইটি করে উইকেট শিকার করেন শেখ মেহেদি ও রিশাদ হোসেন। এদিনও ইনজুরি সমস্যার কারণে একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তাই টস করতে...