মানুষ ২০ বছর ভোট দিতে পারেনি, এখন তারা ভোটের দিনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর হালিশহরের বিভিন্ন এলাকায় জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। আমীর খসরু বলেন, মানুষ ২০ বছর ভোট দিতে পারেনি। এখন তারা ভোটের দিনের অপেক্ষায় আছে। নিজেদের গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরে পেতে মানুষ প্রস্তুত। বিএনপি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে এবং জয়ী হয়েছে। এজন্য সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ক্ষমতায় গেলে বিএনপির পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা ১৮ মাসে ১ কোটি মানুষের চাকরির ব্যবস্থা করব। বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নতুন প্রজন্মের জন্য পরিকল্পনা হাতে...