ভারতের বিপক্ষে খেলেননি তাসকিন আহমেদ ও শেখ মেহেদী। তবে আজ পাকিস্তানের বিপক্ষে ফিরেই এ দুজন নিজেদের জাত চিনিয়েছেন প্রথম দুই ওভারে দুই উইকেট নিয়ে। মাঝ ওভারে পাকিস্তানকে জোড়া আঘাতে চেপে ধরেন রিশাদ হোসেনও। ৪৯ রান তুলতেই ৫ উইকেট হারায় পাকিস্তান। বাংলাদেশের বোলারদের এমন দাপটে শুরুর পর শেষ দিকে আর বড় সংগ্রহের দেখা পায়নি পাকিস্তান। মোহাম্মদ হারিসের ৩১ রান ও নওয়াজের ২৫ রানের ইনিংসে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের সংগ্রহ পায় সালমান আগার দল। আগে বল করতে নেমে অধিনায়ক জাকের আলীর সিদ্ধান্তকে ইনিংসের প্রথম ওভারেই সঠিক প্রমাণ করেন পেসার তাসকিন আহমেদ। প্রথম ওভারের চতুর্থ বলেই ওপেনার শাহিবজাদা ফারহানকে ফেরান তাসকিন। ডানহাতি এই পেসারের গুড লেন্থ ডেলিভারিতে ক্রিজে দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদ হোসেনের কাছে ক্যাচ দিয়ে...