২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক সংগঠন আবাবিল আয়োজিত নাত, উপস্থিত বক্তৃতা ও সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জকিগঞ্জের আটগ্রামে লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমরান হোসেন এবং সঞ্চালনা করেন তানভীর আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ। বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত ও সাংবাদিক মাহতাব উদ্দিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “একাডেমিক শিক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মকে সীরাতচর্চায় উদ্বুদ্ধ করা জরুরি। প্রিয়নবীর (সা.) জীবনবৃত্তান্ত সম্পর্কে জানলে মানবিকতা, নৈতিকতা ও ধর্মীয় চেতনা সমুন্নত থাকবে।” এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল মুকিত, জাহিদ হাসান, কাওসার হোসাইন,...