মুন্সীগঞ্জের সিরাজদিখান রায়েরবাগে প্রতিপক্ষের বিরুদ্ধে নিতাই ভাওয়াল (৯৬) নামের এক বৃদ্ধের জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বৃদ্ধ ও তার স্বজনরা সিরাজদিখান সহকারী কমিশনার (ভূমি) অফিসে একটি মিসকেস মামলা দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভুয়া দলিল তৈরি করে নিরীহ নিতাই ভাওয়ালের ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের প্রায় ৪১ শতাংশ জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগ রয়েছে, বয়রাগাদী ইউনিয়নের রায়েরবাগ গ্রামের একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে ভুয়া কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন ধরে একই গ্রামের ললিত ভাওয়ালের ছেলে নিতাই ভাওয়ালের গোবরদী মৌজার ৩৫১নং আরএস খতিয়ানের আরএস ১৪৬৩নং দাগের ৪১ শতাংশ জমি ভোগদখলে রেখেছিল। ভুয়া কাগজপত্র দলিল তৈরি করে এই জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে আবেদ আলীসহ অন্যরা। জমির প্রকৃত মালিকরা আদালত ও প্রশাসনের দ্বারস্থ...