হারলেই বিদায়। জিতলে এশিয়া কাপে চতুর্থবারের মতো ফাইনালে খেলার সুযোগ। এমন কঠিন সমীকরণের অঘোষিত ‘সেমিফাইনাল’ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে ইনিংসের শুরুতেই কোণঠাসা করে দেয় টাইগাররা। প্রথম দুই ওভারে ৫ রানে দুই উইকেট নেয় বাংলাদেশ। ৪৯ রানে পাকিস্তান হারায় ৫ উইকেট। ১৩.৩ ওভারে ৭১ রানে পাকিস্তানের ৬ উইকেট পতনের পর মনে হয়েছিল; একশ রানেই গুঁটিয়ে যাবে সালমান আলি আগার নেতৃত্বাধীন দলটি। কিন্তু লেট অর্ডারে মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নওয়াজ মারকাটিং ব্যাটিং করে দলকে চ্যালেঞ্জিং স্কোরে নিয়ে যান। তাদের কারণেই ১২০ বলে ৮ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৩৫ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। দলের হয়ে ২৩ বলে দুই চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৩১ রান করেন হারিস। মাত্র ১৫ বলে এক চার আর দুটি ছক্কার সাহায্যে দ্বিতীয়...