ভোজপুরি সিনেমায় ‘গঙ্গাদেবী’তে বলিউড শাহেনশাহ অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন অভিনেতা দীনেশ লাল যাদব, যিনি নিরাহুয়া নামে পরিচিত। সেই সিনেমায় একটি দৃশ্য ছিল, নিরাহুয়াকে পেটাবেন জয়া বচ্চন। পেটানোর অভিনয় করতে গিয়ে নাকি সত্যি সত্যিই তাকে মেরেছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন নিরাহুয়া। তিনি বলেন, উনি খুব রেগে যান। আমাকে সত্যি সত্যিই লাঠি দিয়ে পিটিয়েছিলেন। দীনেশ লাল যাদব বলেন, অমিতাভ বচ্চন খুবই আন্তরিক মানুষ। শুটিং সেটে তিনি রসিকতা করতেন। কিন্তু জয়া মারধর করতেও ছাড়তেন না। ভোজপুরি অভিনেতা বলেন, আমি অবাক হয়ে যাই, যখন জানতে পারি, ওদের সঙ্গে আমি অভিনয় করব। আমার জন্য ওরা ঈশ্বরের মতো। তিনি বলেন, অমিতাভ বচ্চন অসাধারণ মানুষ। আমার পরিস্থিতি বুঝতে পেরে নানা রকমের রসিকতা করতেন, যাতে আমি স্বচ্ছন্দবোধ...