সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আগেরবার ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আজ সেমিফাইনালে নেপালের বিপক্ষে ভারত পেয়েছে জয়। তাতে আবারও শিরোপা লড়াইয়ের মঞ্চে দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে ৩-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এর আগে প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বয়সভিত্তিক এই আসরে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে শনিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গত বছর ফাইনালে তাদের কাছে ২-০ গোলে হেরে স্বপ্ন ভেঙে যায় লাল সবুজ দলের। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, 'প্রথমেই আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা...