২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম নির্বাচনে কারচুপি করার হীন মানসিকতায় পিআর পদ্ধতির বিরোধীতা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর সংস্কার ও বিচারের পর নির্বাচনের কথা বলা হলেও এক অদৃশ্য শক্তির ইশারায় অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেওয়া তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পরছে না। তারা জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিতেও নানাবিধ টালবাহানা করছে। নির্বাচনে কারচুপী করার হীন মানসিকতা নিয়ে তারা পিআর পদ্ধতির বিরোধী করছে। অথচ সংস্কার, জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন এখন গণদাবিতে পরিণত হয়েছে। জনগণ এসব দাবি পুরুণ নাহলে কোন তামাশার নির্বাচন মেনে নেবে না বরং দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী যেকোন ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে...