পাকিস্তানকে ২–০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলের সেমিফাইনালে ফাইনালে উঠেছে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশের হয়ে একটি করেন অধিনায়ক নাজমুল হুদা, আরেকটি অপু রহমান। আগামী শনিবার শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ।বৃহস্পতিবার বাংলাদেশের যুবারা প্রথমার্ধে এক মিনিটের ব্যবধানেই ২ গোল করে। ম্যাচের তৃতীয় মিনিটে প্রতিপক্ষ গোলকিপারের হাত ফসকানো বল সহজেই জালে জড়ান নাজমুল হুদা। এক মিনিট পর ডান প্রান্ত দিয়ে বক্সে ঢোকার মুখে লম্বা শটে ব্যবধান দ্বিগুণ করেন অপু। দ্রুত ২ গোল খেয়ে রক্ষণভাগে পাহারা বাড়ায় পাকিস্তান। বাংলাদেশ অবশ্য আক্রমণের গতি কমায়নি।বিরতির পরও ৪৯ মিনিটে রিফাত কাজীর শট কোনোমতে বাইরে ঠেলে দেন পাকিস্তান গোলকিপার রাজ্জাক, কর্নার পায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুলের নেওয়া সেই কর্নার রুখে দেন পাকিস্তানের ডিফেন্ডাররা। ৬৪ মিনিটে নাজমুলের বাড়ানো বলে পা ছোঁয়াতে পারলেই গোল হতো। কিন্তু সুযোগটা কাজে লাগাতে...