বলিউড অভিনেতা রণবীর কাপুরের দুই সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের মধ্যে সম্পর্ক নিয়ে একটা তিক্ততা রয়েছে। একসময় তারা দুজনেই অভিনেতার সঙ্গে প্রেমে মজে ছিলেন। পরে রণবীর কাপুর তাদের কাছ থেকেই সরে দাঁড়ান। এরপর দুই নায়িকার দূরত্ব বেড়ে যায়। তবে সময়ের ব্যবধানে সব দূরত্ব যেন মুছে গেল। কারণ ক্যাটরিনার সুখবরই দীপিকার মন থেকে তিক্ততা সরে যায়, যা বললেন অভিনেত্রী। সম্প্রতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল সামাজিক মাধ্যমে তাদের সংসারে নতুন অতিথির আগমনের সুখবর দিয়েছেন। এ খবরে উচ্ছ্বসিত তাদের ভক্ত-অনুরাগীরা। কয়েক মাস ধরে চলতে থাকা নানা জল্পনা-কল্পনার পর নিজেদের এই আনন্দের খবর শেয়ার করে নিয়েছেন ভিকি-ক্যাটরিনা। সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে তারা লিখেছেন, আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হতে চলেছে একরাশ আনন্দ নিয়ে। তাই হৃদয় আজ পরিপূর্ণ। আর এ...