লিটন দাসের পরিবর্তে অধিনায়কত্ব করছেন জাকের আলী অনিক। আস্থায় কোনো কমতি নেই। অধিনায়ক যার উপর ভরসা রাখছেন, তিনিই তার প্রতিদান দিচ্ছেন। তাসকিন আহমেদ-শেখ মেহেদির পরে এবার উইকেট এনে দিলেন রিশাদ হোসেন। ফিরিয়েছেন ফখর জামানকে। প্রথম দুই ওভারেই জোড়া আঘাত হানে বাংলাদেশ। শুরুর ধাক্কায় পাওয়ার প্লেতে অনেকটাই পিছিয়ে পড়ে পাকিস্তান। ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ফখর আর সালমান আলী আগা। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে থিতু হতে থাকা ফখরকে ফিরিয়ে আবারও পাকিস্তানকে বিপদে ফেলে দেন রিশাদ। ফেরার আগে ২১ বলে ১৩ রান করতে পেরেছেন ফখর। ২৯ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। এরপর রিশাদই এনে দেন আরেকটি সাফল্য। ৩৩ রানে হোসেইন তালাত ক্যাচ তোলেন সাইফ হাসানের হাতে। ৭ বলে ৩ করে বিদায় নেন। ৪ উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে...