দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ১১ ওভার শেষে মাত্র ৭১ রানেই ৬ উইকেট হারিয়েছে পাকিস্তান। দলীয় অর্ধশতক পূর্ণ হওয়ার আগেই সাজঘরে ফেরেন পাকিস্তানের তিন টপঅর্ডার ও দুই মিডল অর্ডার ব্যাটার। এর মধ্যে দুটি উইকেট নিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। একটি করে শিকার করেছেন পেসার তাসকিন আহমেদ ও অফ-স্পিনার শেখ মাহেদি। প্রথম ওভারেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। তার বলে ফারহানকে ক্যাচে পরিণত করেন রিশাদ। দ্বিতীয় ওভারে মাহেদির বলে ফেরেন সাইম আইয়ুব। দলীয় ২৯ রানে রিশাদের শিকার হন অভিজ্ঞ ফখর জামান। এরপর পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এদিন ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস মাঠে নামেননি। দলের দায়িত্ব পালন করছেন জাকের আলী। একাদশে পরিবর্তন আনা হয়েছে বাদ পড়েছেন সাইফউদ্দিন,...