শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের নামে শিক্ষকদের জিম্মি করে ঘুষ নেওয়ার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের বেশিরভাগ কর্মকর্তার বিরুদ্ধে। এমনকি, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার বিপক্ষে মিছিল করা কর্মকর্তারাও বহাল তবিয়তে এই দপ্তরে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালেয় অভিযোগও দিয়েছেন শিক্ষকরা। মন্ত্রণালয় বলছে, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানে অডিট পরিচালনা করে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এর পরিদর্শনে ঘুষ নেওয়া বন্ধ হয়নি ছাত্র-জনতার অভ্যুত্থানের পরেও। সম্প্রতি চট্টগ্রাম শহরের ১০টি স্কুল ও কলেজে পরিদর্শনে যান অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ। সেখানকার প্রতিটি প্রতিষ্ঠান থেকে ২ থেকে ৩ লাখ টাকা ঘুষ নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক শিক্ষক। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে এক শিক্ষক টেলিফোনে বলেন, ‘আমাদের এখানে এমপিও ও নন–এমপিও মিলিয়ে প্রায় শখানেক শিক্ষকের কাছ থেকে আনুমানিক দুই...