২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম শীর্ষস্থানীয় একটি আমেরিকান দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি দেশ ইরানের শাহেদ ড্রোনের অনুকরণে ড্রোন তৈরি করা শুরু করেছে, যা খুব ব্যয়বহুল না হলেও কার্যকরী এবং নির্ভুল। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্যের বিভিন্ন সংস্থা ইরানের শাহেদের আদলে সশস্ত্র মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) তৈরি করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কম খরচে দীর্ঘ-পাল্লার অবিকল নকল অস্ত্র তৈরির প্রতিযোগিতা করছে।"প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই গ্রীষ্মে মার্কিন যুদ্ধ বিভাগ আয়োজিত একটি অনুষ্ঠানে ১৮ ধরনের মার্কিন তৈরি ড্রোনের প্রোটোটাইপের মধ্যে শাহেদের মতো মডেলগুলো বিশেষভাবে নজর কেড়েছে। এতে আরও বলা হয়েছে, এই মডেলগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে স্পেকটারওয়ার্কস এবং গ্রিফন...