২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম ঢাকায় আবার জমজমাট পেশাদার বক্সিং উপভোগের সুযোগ পাচ্ছেন বক্সিংপ্রেমীরা। আগামীকাল সন্ধ্যা ছয়টার উত্তরার টিকেও বক্সিং একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই হাইভোল্টেজ বক্সিং ইভেন্ট। প্রতিভাবা বক্সারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ইভেন্টের নাম 'রাইজ অব ওয়ারিয়রস'। এই ইভেন্টটি যৌথভাবে আয়োজন করছে দেশের শীর্ষস্থানীয় ক্রীড়া প্রতিষ্ঠান 'এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট' এবং 'এরেনা প্রমোশান'। ইভেন্টটিতে থাকছে ৬টি রোমাঞ্চকর পেশাদার বাউট যেখানে অংশ নেবে বাংলাদেশের সবচেয়ে প্রতিশ্রুতিশীল এবং শীর্ষ উঠতি বক্সাররা। সাথে থাকছে একটি বিশেষ অ্যামেচার বাউট, যা দেশের ভবিষ্যৎ চ্যাম্পিয়নদের প্রস্তুতি প্রদর্শন করবে। প্রতিটি বাউট দুর্দান্ত ম্যাচমেকিংয়ের মাধ্যমে সাজানো হয়েছে। ফলে দর্শকদের পুরোটা সময় জমজমাট লড়াই উপভোগ করতে পারবেন। অংশগ্রহণকারী ফাইটাররা গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম ও নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের...