নিজের প্রথম নির্মাণে বলিউডের কঙ্কালসার রূপ দেখিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। সেই সঙ্গে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ব্যঙ্গ করেছেন তিনি। কম যাননি ওয়াংখেড়ে। শাহরুখের নামে ২ কোটি রুপির মানহানির মামলা করেছেন তিনি। ভারতীয় এক সংবাদমাধ্যম জানায়, ‘ব্যাড্স অব বলিউড’ ওয়েব সিরিজে এক এনসিবি কর্মকর্তার চরিত্রকে ব্যঙ্গ করা হয়েছে। সেই চরিত্রে যিনি অভিনয় করেছেন, তার সঙ্গে চেহারার সাদৃশ্য রয়েছে সমীর ওয়াংখেড়ের। সেই চরিত্রটি দেখেই আরিয়ান ও শাহরুখের নামে মামলা ঠুকেছেন সমীর। আবেদনে এই সিরিজকে ‘মিথ্যা, মানহানিকর ও বিদ্বেষপরায়ণ’ বলে দাবি করেছেন তিনি। সমীর মনে করেন, মাদকবিরোধী সংস্থার বিরুদ্ধে এই ওয়েব সিরিজ খুবই নেতিবাচক ও ভিত্তিহীন। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ওপরেও মানুষের আস্থা নষ্ট করার চেষ্টা করেছে এই সিরিজ। তিনি দাবি করেন, তার ভাবমূর্তিকে নষ্ট করার উদ্দেশ্য নিয়েই এই...