নিজস্ব প্রতিবেদক: দেশের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে তীব্র সংকট দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) এই খাতে খেলাপি ঋণ প্রায় আড়াই হাজার কোটি টাকা বেড়েছে, যার ফলে মোট খেলাপি ঋণ সাড়ে ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ খাতের ২০টি প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার এখন ৫০ থেকে ৯৯ শতাংশের মধ্যে, যা কার্যত তাদের দেউলিয়া অবস্থায় নিয়ে গেছে। এসব প্রতিষ্ঠান গ্রাহকদের আমানত ফেরত দিতে পারছে না এবং নতুন ঋণ বিতরণও প্রায় বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সূত্রমতে, উচ্চ খেলাপি ঋণ এবং গ্রাহকের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় গত মাসে ২০টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এদের মধ্যে ৯টি প্রতিষ্ঠানের দেওয়া ঘুরে দাঁড়ানোর কর্মপরিকল্পনা সন্তোষজনক না হওয়ায় সেগুলোকে বন্ধ করার চূড়ান্ত উদ্যোগ...