আসা-যাওয়ার মিছিল থামাতে পারছে না পাকিস্তান। এবার বোলিংয়ে এসে আঘাত হানলেন মুস্তাফিজুর রহমান। টাইগারদের থাবায় কাঁপছিল পাকিস্তান। কাঁপুনি বাড়ান মুস্তাফিজ। মাত্র ৮ ওভারে ৩৩ রানে ৪ উইকেট হারিয়েছিল পাকিস্তান। বাকিদের যাওয়া-আসার ভিড়ে একপ্রান্ত আগলে রাখা অধিনায়ক সালমান আলী আগাকে ফিরিয়েছেন ফিজ। ৫০ রানে ৫ উইকেট হারিয়ে আরও বিপদে পাকিস্তান। ১১তম ওভারে মুস্তাফিজের বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক জাকের আলীর হাতে। বাংলাদেশ ক্যাচের আবেদন করলেও আম্পায়ার এতে সাড়া দেননি। রিভিউ নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে পরিবর্তন আনে বাংলাদেশ। ২৩ বলে ১৯ রান করে ফেরেন সালমান। লিটন দাসের পরিবর্তে অধিনায়কত্ব করছেন জাকের আলী অনিক। আস্থায় কোনো কমতি নেই। অধিনায়ক যার উপর ভরসা রাখছেন, তিনিই তার প্রতিদান দিচ্ছেন। তাসকিন আহমেদ-শেখ মেহেদির পরে এবার উইকেট এনে দিলেন রিশাদ হোসেন। ফিরিয়েছেন ফখর জামানকে। প্রথম দুই...