ইনিংসের ১২ ওভার গেলেও পাকিস্তান কোনো ছক্কা মারতে পারেনি। কিন্তু মাঠে নেমেই পাকিস্তানিদের সেই আক্ষেপ ঘোচান শাহিন শাহ আফ্রিদি। দুই ছক্কা হাঁকিয়ে ব্যাট হাতে ঝড় তোলার আভাস দিচ্ছিলেন তিনি। তার আগেই শাহিনকে ফিরিয়ে পাকিস্তানকে আবারও খোলসে ঢুকতে বাধ্য করলেন তাসকিন আহমেদ। তাসকিনের ফুলটস বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন উইকেটরক্ষক জাকের আলীর হাতে। ফেরার আগে ১৩ বলে ১৯ রান করেন শাহিন। ৭১ রানে পাকিস্তান হারায় ৬ উইকেট। আসা-যাওয়ার মিছিল থামাতে পারছে না পাকিস্তান। এবার বোলিংয়ে এসে আঘাত হানলেন মুস্তাফিজুর রহমান। টাইগারদের থাবায় কাঁপছিল পাকিস্তান। কাঁপুনি বাড়ান মুস্তাফিজ। মাত্র ৮ ওভারে ৩৩ রানে ৪ উইকেট হারিয়েছিল পাকিস্তান। বাকিদের যাওয়া-আসার ভিড়ে একপ্রান্ত আগলে রাখা অধিনায়ক সালমান আলী আগাকে ফিরিয়েছেন ফিজ। ৫০ রানে ৫ উইকেট হারিয়ে আরও বিপদে পাকিস্তান। ১১তম ওভারে মুস্তাফিজের বল...