এবার ইনস্টাগ্রামের আদলে বিশ্বজুড়ে সকল টিনএজার ব্যবহারকারীর জন্য ফেইসবুক ও মেসেঞ্জারে বিশেষ ‘টিন অ্যাকাউন্ট’ চালু করল মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। কোম্পানিটি বলেছে, এ পরিবর্তনের মাধ্যমে টিন বয়সী ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’-এ পরিণত হবে। এসব অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ থাকবে মা-বাবার কাছে। সন্তান কাদেরকে টেক্সট পাঠাবে বা যোগাযোগ করবে তা-ও নিয়ন্ত্রণ করবেন তারা। টিন ব্যবহারকারীদের জন্য রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও। প্রথমবারের মতো এ ফিচারটি গত শরতে ইনস্টাগ্রামে চালু করে মেটা, যেখানে পাঁচ কোটি ৪০ লাখ টিনএজার ব্যবহারকারী রয়েছে, যাদের বয়স ১৩ থেকে ১৫ বছর বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। মেটা বলছে, এরইমধ্যে ‘লাখ লাখ টিনএজার’ ইনস্টাগ্রাম, ফেইসবুক ও মেসেঞ্জারে এ ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করছে। এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার টিনএজারদের জন্য ‘টিন অ্যাকাউন্ট’...