ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ পরিষদে ভার্চুয়াল ভাষণে বলছেন, ইসরাইলের সব রকম চেষ্টার বিপরীতে ফিলিস্তিনিরা তাদের ভূমিতে দৃঢ়ভাবে থাকবেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। তিনি বলেন, ‘আমাদের মানুষ জলপাই গাছের মতো মাটিতে মূল গেঁথে থাকবে। পাথরের মতো দৃঢ়, আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে উঠে নিজের দেশ পুনর্গঠন করব।’ আব্বাস আরও বলেন, ‘আমাদের ক্ষত যতই রক্তপাত করুক, আমাদের কষ্ট যতই দীর্ঘায়িত হোক, তবুও এটি আমাদের বাঁচার এবং টিকে থাকার ইচ্ছাকে ভেঙে দিতে পারবে না। আমরা স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রে বসবাস করতে চাই, ১৯৬৭ সালের সীমান্তে পূর্ব জেরুসালেমকে আমাদের রাজধানী হিসেবে ধরে, প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও নিরাপত্তায়।’ তিনি যোগ করেন, ‘যদি ন্যায় প্রতিষ্ঠা না হয়, শান্তি সম্ভব নয়, এবং যদি ফিলিস্তিন মুক্ত না হয়, ন্যায়ও সম্ভব নয়।...