মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্রেমলিন বলেছে, রাশিয়াকে কখনোই “কাগুজে বাঘ” বলা যায় না; বরং এটি একটি সত্যিকারের ‘ভালুক’। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি। মস্কোর স্থানীয় রেডিওকে সাক্ষাৎকারে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার প্রতীক হিসেবে সবসময়ই ভালুক ব্যবহৃত হয়ে এসেছে। তিনি ট্রাম্পের মন্তব্যকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রভাব হিসেবেও উল্লেখ করেন। পেসকভ আরও বলেন, ‘রুশ সেনাদের কাছে অন্য কোনো বিকল্প নেই, তাই ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়াই একমাত্র পথ।’ তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন, ইউরোপ ও অন্যান্য অঞ্চলের দেশগুলোকে রাশিয়ার তেল ও গ্যাস ব্যবহার কমাতে চাপ দেওয়ার মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের নিজের জ্বালানি রপ্তানি বাড়ানো। পেসকভের ভাষ্য, ‘যুক্তরাষ্ট্র চায় বিশ্বের দেশগুলোকে বেশি দামে তার তেল ও তরলীকৃত গ্যাস কিনতে...