জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বেশ কড়া ভাষায় বলেছেন, ফিলিস্তিনিরা তাদের মাটি ছেড়ে কোথাও যাবে না। তাদের জনগণ নিজেদের শেকড় আঁকড়ে ধরে রাখবে।এ ছাড়া তিনি শান্তির জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বানও জানান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেন মাহমুদ আব্বাস। এসময় তিনি গাজা ও পশ্চিম তীরে দখলদারিত্বের অবসান ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। ইসরায়েলের চলমান আগ্রাসন, অব্যাহত গণহত্যা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও দখলদারিত্বের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি হামাসের ৭ অক্টোবরের হামলারও স্পষ্ট প্রত্যাখ্যান করেন। আব্বাস বলেন, দুই বছর ধরে ইসরায়েলি দখলদার বাহিনী ২ লাখ ২০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা ও আহত করেছে, যাদের বেশিরভাগই নিরস্ত্র শিশু, নারী ও প্রবীণ। এটি যুদ্ধ নয়, মানবতাবিরোধী...