বিশ্বমানের সিটি হিসেবে এরই মধ্যে গড়ে উঠেছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা। এতে রয়েছে বিশ্বমানের শিক্ষাব্যবস্থাও।দেশের অনেক শীর্ষস্থানীয় ইংলিশ ও বাংলা মাধ্যমের স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় এই আবাসিক এলাকায় অবস্থিত। ফলে এখানকার বাসিন্দারা তাদের সন্তানদের পড়ালেখা নিয়ে অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারেন। স্কুল ও কলেজ:আন্তর্জাতিক সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় এ বছরই যাত্রা শুরু করেছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বিশ্বমানের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগসহ আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। এটি বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে ১০ বিঘা জমির ওপর সাততলা স্থায়ী ক্যাম্পাসে অবস্থিত। জাতীয় শিক্ষাক্রমের বাংলা ও ইংলিশ ভার্সন চালু রয়েছে। প্রতিষ্ঠানটিতে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের সখ্য গড়ে তুলতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ইন্টার্যাক্টিভ লার্নিং প্ল্যাটফর্ম, অনলাইন রিসোর্স এবং ডেটা বেইসের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বব্যাপী তথ্যের সঙ্গে সংযুক্ত থাকতে...