গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-গকসু নির্বাচনের ভোটগণনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থী ও শিক্ষার্থীরা। তারা বলছেন, অস্বচ্ছ প্রক্রিয়ায় ভোটগণনা চলছে। গণনার জায়গায় কোনো প্রার্থীর এজেন্ট, প্রার্থী, সাংবাদিক কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। এতে ভোটগণনার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি ভোটে শিক্ষকদের পক্ষপাতিত্বের সম্ভাবনার শঙ্কাও করছেন তারা। নির্বাচন কমিশন সূত্র জানায়, ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ছয়জন করে শিক্ষক দায়িত্ব পালন করছেন। এরমধ্যে চারজন পোলিং এজেন্ট, একজন গণনা পর্যবেক্ষক, একজন প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন। তবে কেন্দ্রে কোনো প্রার্থীর এজেন্ট, প্রার্থী বা সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত গকসু নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। এরপর শুরু হয় ভোটগণনা। এর পরপরই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন প্রার্থী ও শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে দেওয়ার অনুমতির বিষয়টি...