ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। গত বছর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল স্লোভেনিয়া। এরপর গত জুলাই মাসে দুই ইসরায়েলি মন্ত্রিসভার অতি-ডানপন্থী দুই সদস্যকে নিষিদ্ধ করে দেশটি। স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী নেভা গ্রাসিক বলেছেন, “এই পদক্ষেপের মাধ্যমে স্লোভেনিয়া আন্তর্জাতিক আইন, মানবাধিকারের সার্বজনীন মূল্যবোধ এবং নীতিগত ও ধারাবাহিক বৈদেশিক নীতির প্রতি তার প্রতিশ্রুতি নিশ্চিত করেছে।” ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্লোভেনিয়া আগস্টে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইসরায়েলি-অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে উৎপাদিত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। গ্রাসিক জানিয়েছেন, সরকার নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কারণ তিনি গাজায় যুদ্ধাপরাধের...