বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই সম্মেলন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। সারাদেশ থেকে আসা প্রতিনিধি সাংবাদিকরা যেমন তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন, তেমনি সম্পাদকীয় টিমও তুলে ধরেন সংবাদপত্রের ভিশন ও ডিজিটাল যুগের চ্যালেঞ্জ। দিনব্যাপী এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম। তিনি বলেন, ঢাকা পোস্ট শুরু থেকেই চেষ্টা করেছে সংবাদকে দ্রুততম সময়ে পাঠকের কাছে পৌঁছে দিতে। আপনাদের মতো পরিশ্রমী প্রতিনিধিদের কারণেই আজ আমাদের এই যাত্রা এতদূর এসেছে। ভবিষ্যতের পথচলায়ও আপনাদের সক্রিয় ভূমিকা আমাদের সবচেয়ে বড় শক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল। তিনি প্রতিনিধিদের উদ্দেশে বলেন, মাঠের সাংবাদিকদের অবদানই একটি গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করায়। ঢাকা পোস্ট এই আয়োজনের মাধ্যমে যেভাবে প্রতিনিধিদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করছে, তা...